রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাখাইনের বাসিন্দাদের ঝগড়া না করার আহ্বান সু চি’র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ প্রথমবারের মতো রাখাইন অঞ্চল সফরে গিয়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। এই অঞ্চলে ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট সৃষ্টির পর পরিদর্শণে গিয়ে তার বক্তব্য ছিল, তোমরা ঝগড়া বিবাদ করো না।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘বিবাদ বন্ধের’ আহ্বান জানানোর পাশাপাশি সু চি সবাইকে শান্তিপূর্ণভাবে বসবাস করার আহ্বান জানান। এক স্থানীয় রয়টার্সকে জানায়, সু চি তাদের সঙ্গে সাক্ষাৎ করে শুধু তিনটি কথা উচ্চারণ করেন। এক, এখানে শান্ত হয়ে বাস করো। দুই, ঝগড়া বিবাদ করো না। আর ৩. সরকার সব ধরনের সহযোগিতা করবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সু চি যখন রাখাইন সফর করছেন তখনও প্রাণ বাঁচাতে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষমতা গ্রহণের পর গত বছর প্রথম রাখাইন সফরে গিয়েছিলেন অং সান সু চি। তবে বৃহস্পতিবার আগাম ঘোষণা না দিয়েই সকাল ৯টায় রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে মংডুর উদ্দেশ্যে রওনা হন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি। সেখানে পৌঁছে সু চি রোহিঙ্গাদের এলাকায় গিয়ে রাস্তায় জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলেন।

বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সেই অঞ্চলে সফরের সময় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।

পূর্বাশানিউজ/০৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি