শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » তাড়াশ ডিগ্রি কলেজে প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত অর্থ আদায়


তাড়াশ ডিগ্রি কলেজে প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত অর্থ আদায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭


ডেস্ক রিপোর্ট :

সিরাজগঞ্জেরতাড়াশ ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের কাছ থেকে বকেয়া কেন্দ্র ফি’র কথা বলে নিয়ম বহির্ভূতভাবে প্রবেশপত্র বিতরণের সময় অতিরিক্ত ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে। নিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরমক্ষোভ বিরাজ করছে।

ছাত্র-ছাত্রী ও কলেজ সূত্রে জানা যায়, আগামী শনিবার ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা। পরীক্ষায় কলেজটি থেকে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বকেয়া কেন্দ্র ফির কথা বলে ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

শিক্ষার্থীদের দাবী, ‘ফরম পূরণের সময় যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে। বকেয়া না থাকলেও কেন্দ্র ফি’র কথা মুখে বলে কৌশলে রসিদের মধ্যে বকেয়া পাওনা লিখে প্রবেশপত্র নেওয়ার সময় টাকা আদায় করা হচ্ছে। সামনে পরীক্ষা চলে এসেছে। তাই ক্ষতিগ্রস্ত হতে পারি, ভেবে নিরুপায় হয়ে ৪৫০ টাকা করে দিয়ে প্রবেশপত্র নিতে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, ফরম পূরণের সময় কলেজের সব পরীক্ষার্থীরই কেন্দ্র ফি বকেয়া ছিল। নিয়ম অনুযায়ী ফরম পূরণের সময়ে এ টাকা আদায় করার কথা ছিল।
এখন তো আর কেন্দ্র ফি আদায় করা যাবে না। তাই রসিদে বকেয়া কেন্দ্র ফি পাওনা লিখে ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফীউল্লাহ জানান, ফরম পূরণের সময় কেন্দ্র ফিসহ যাবতীয় পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়ে থাকে। প্রবেশপত্র বাবদ অর্থ আদায় করা সম্পূর্ণ বেআইনি। এখন কেন টাকা আদায় করা হচ্ছে, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি