শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু রোববার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য চারটি ইউনিটে মোট আবেদন পড়ে ৩৮৫২১ টি।

( A ইউনিটের AL অংশে- ৪৪৯২ টি, AP  অংশে- ১৫৩৩ টি, B ইউনিটে- ১০৮১৫ টি, C ইউনিটে- ৭১৩৪ টি এবং D ইউনিটে- ১৪৫৪৭ টি)। উল্লেখ্য A ইউনিটকে দুইটি অংশে (AL এবং AP) ভাগ করা হয়।

সর্বমোট আসন সংখ্যা ৯৮০টি, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪০ টি। ভর্তি পরীক্ষা আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। A ইউনিটের  AL অংশের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর, AP  অংশের ২০ নভেম্বর, B ইউনিটে ২১ নভেম্বর, C ইউনিটে ২২ নভেম্বর এবং  D ইউনিটে ২৩ নভেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে।

৪ টি ইউনিটে মোট ১৯ টি বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা গত ০১ অক্টোবর থেকে ০৫ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে SMS পদ্ধতিতে আবেদন করে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সদ্য তোলা এবং স্পষ্ট ছবি লাগাতে হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস সাথে নিয়ে আসতে পারবে না। ভর্তি পরীক্ষার সময়সূচী, আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd)-  এ দেয়া আছে।

নভেম্বর ১৮, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি