রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যশোরে মুক্তিযোদ্ধা হত্যায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর


যশোরে মুক্তিযোদ্ধা হত্যায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

যশোর কেন্দ্রীয় কারাগারে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মনোয়ার হোসেন হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন দুর্লভপুর গ্রামের আবদুল মোকিম (৬০) ও গোলাম রসুল ঝড়ু (৬২)।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ওই দুজনের।

সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় এই দুই জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল থেকেই যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরে প্রস্তুতি নেয়া হয়। সন্ধ্যার পর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। রাত ১১টা ১৫ মিনিটের দিকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন দিলীপ কুমার রায় কারাগারে প্রবেশ করেন।
এরপর রাত ১১ টা ৪৫ মিনিটে দুই আসামী মোকিম ও ঝড়ুকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাত ১২টায় সিনিয়র জেল সুপার কামাল হোসেন জেল গেটে প্রেসব্রিফিং করে মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ড কার্যকর শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার কামাল হোসেন। তিনি জানান, রাত পৌনে ১২টায় একসঙ্গে ওই দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে পরিবারের সদস্যরা আসামীদের সঙ্গে দেখা করেন।

খুলনা বিভাগের বিভিন্ন আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যশোর কেন্দ্রীয় কারাগারে।

কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৮ জুন চুয়াডাঙ্গার দুর্লভপুর গ্রামে চরমপন্থী সন্ত্রাসীদের হাতে খুন হন ওই এলাকার তৎকালীন ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের ভাই অহিম উদ্দীন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় ২০০৮ সালের ১৭ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত আসামী আবদুল মোকিম ও গোলাম রসুল ঝড়ুকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতেও এ রায় বহাল থাকে। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন আসামীরা। তবে সেই আবেদন প্রত্যাখ্যাত হয়। এর পর কারা কর্তৃপক্ষ এ দুই আসামীর ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয়।

ফাঁসি কার্যকরের পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। স্বজনরা রাতে‌ই মরদেহ নিয়ে চলে যান।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি