রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ ঢাকা আসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক :

রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় আজ ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধানসহ চীন, জাপান, সুইডেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠকের কথা রয়েছে। সফররত অন্য পররাষ্ট্রমন্ত্রীরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

মিয়ানমারের রাজধানী নেপিদোয় সোমবার শুরু হচ্ছে এশিয়া-ইউরোপ সামিটভুক্ত আসেম দেশগুলোর ১৩তম সম্মেলন। দুই দিনের সম্মেলন শুরুর আগেই রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ জানতে ঢাকায় আসছেন তারা।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে আন্তর্জাতিক মহল কীভাবে সহযোগিতা করতে পারে, পররাষ্ট্রমন্ত্রীরা সে বিষয়ে আলোচনা করবেন বলে ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ইইউর কূটনৈতিক প্রধান ফেদেরিকা মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের মারগট ওয়ালস্ট্রম ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

18/11/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি