রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আজ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে সমাবেশ


আজ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে সমাবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আজ আওয়ামী লীগের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে প্রস্তুত সোহওয়ার্দী উদ্যান। শুক্রবার মাঠ পরিদর্শন করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ অর্জন শুধু আওয়ামী লীগের নয় পুরো জাতির।

ইউনেস্কোর উপদেষ্টা কমিটি সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ধরনের দলিলকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

এমন গৌরবোজ্জ্বল অর্জনের স্বীকৃতিতে নগারিক কমিটির ব্যানারে আওয়ামী লীগ আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু এ জায়গাতে দাঁড়িয়েই জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন তার দিকনির্দেশনামূলক ভাষণ। এ সমাবেশ সফল করতে গঠিত হয়েছে নাগরিক কমিটি। এতে আছেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক-সাংবাদিক ও বুদ্ধিজীবীরা।

সমাবেশ থেকে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইউনিস্কোর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের হাতে ধন্যবাদসূচক পত্র তুলে দিবে।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি