রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপহৃত ছাত্রীর শ্বশুর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণের ঘটনায় নওগাঁ থেকে তার শ্বশুরকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নওগাঁর পত্নীতলা থানার সরদারপাড়ায় নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে ওসি মাজাহারুল ইসলাম জানান।

সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে থেকে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রীকে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয় বলে প্রক্টর লুৎফর রহমান জানিয়েছিলেন।

মেয়েটির ‘সাবেক স্বামীই’ তাকে তুলে নিয়েছে বলে অভিযোগ করেন তার সহপাঠীরা।

এদিকে শুক্রবার ‘অপহৃত’ ছাত্রীকে উদ্ধারের দাবিতে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা।

প্রক্টর বলেন, গতবছর ডিসেম্বরে নওগাঁর পত্মীতলার ওই যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়। ছেলেটি ঢাকার একটি ল কলেজে পড়ে। গত সেপ্টেম্বরে মেয়েটি তার স্বামীকে তালাক দিলেও ছেলেটি বিচ্ছেদে রাজি নয়।

ওসি মাজাহারুল বলেন, ওই ছাত্রীর বাবা অপহরণের অভিযোগে সন্ধ্যায় রাজশাহীর মতিহার থানায় ‘সাবেক স্বামীসহ’ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর রাতে তার বাবাকে আটক করা হয়। তাকে আটকের পর ওই ছাত্রীর অবস্থান সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

পূর্বাশানিউজ/১৮ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি