সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্ব টয়লেট দিবসে দিল্লির যাদুঘরে টয়লেট !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। বিশেষ এই দিবসে আজ কথা হবে আমাদের প্রতিবেশি দেশ ভারত নিয়ে। ইউনিসেফের মতে, ভারত এমন একটি দেশ যেখানে ৬০০ মিলিয়ন মানুষের বাস কিন্তু টয়লেট ব্যবহার তার অর্ধেকেরও কম। তাই এই বিষয়ে লক্ষ্য করে ভারতের নয়া দিল্লিতে বানানো হয়েছে ফরাসি সভ্যতা সম্বলিত একটি যাদুঘর।

মজার বিষয় হলো সেই যাদুঘরের অন্যতম দর্শনীয় বিষয় একটি অভিজাত কমোড। রাজা চর্তুদশ লুইসের ব্যবহৃত কমোডের রেপ্লিকা স্থান পেয়েছে ওই যাদুঘরে।

ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ব্যতিক্রমী এই প্রচারণাটি। প্রতিদিনই শত শত মানুষ যাদুঘরে যাচ্ছেন। পুরাতন কমোড, চেম্বার পট সহ শত বছর ধরে পয়:ব্যবস্থায় ব্যবহৃত বিভিন্ন তৈজস দেখছে সাধারণ মানুষ।

টয়লেট নিয়ে ভারতে রয়েছে বেশ কিছু প্রাচীন রীতি-নীতি। ভারতের অনেক অঞ্চলে টয়লেটকে অপরিস্কার ও অপবিত্র বলে মনে করা হয়। এ সমস্ত প্রাচীন কুসংস্কার থেকে সমাজকে বের করে আনা এবং একটি সুস্থ সমাজ স্থাপনের গুরুত্ব বোঝানোর জন্য যাদুঘরে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

পূর্বাশানিউজ/১৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি