সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২০২০ সালে হিলারিকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি বলেন, ‘হিলারিকে হারানো সবচেয়ে সহজ ও আনন্দদায়ক হবে।’

টুইট পোস্টে ট্রাম্প বলেন, ‘দুর্নীতিবাজ হিলারী ক্লিনটন সবচেয়ে জঘন্য ও বড় পরাজিত প্রার্থী। তার থেমে যাওয়া উচিত নয়, এটি রিপাবলিকান দলের জন্যই সবচেয়ে ভাল হবে। হিলারি, জেগে উঠ, তিন বছর পর আবারও এক চেষ্টা চালাও।’ ট্রাম্প বলেন, ‘আমি ২০২০ সালের নির্বাচনের ক্লিনটনের সঙ্গেই লড়তে চাই যদিও হিলারি ইতোমধ্যে বলেছেন তিনি সরাসরি আর রাজনীতিতে অংশগ্রহণ করবেন না।’

এর আগে এক রেডিও সাক্ষাতকারে হিলারি যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত আলাবামার সিনেট পদপ্রার্থী রয় মুরের দায়ভার নিয়ে ট্রাম্পের ক্ষমা প্রার্থনা না করার সমালোচনা করার পরপরই ট্রাম্প এই টুইট করেন।

এছাড়া ট্রাম্প এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্টকে হিলারীর নির্বাচনি ক্যাম্পেইনে ক্লিনটন ফাউন্ডেশন এবং ডেমোক্রেট ন্যাশনাল কমিটির যৌথ আর্থিক সহায়তার তদন্ত করার আহ্বান জানান। একমাস আগে ট্রাম্প বলেছিলেন, সবার প্রশ্ন , জাস্টিস ডিপার্টমেন্ট এবং এফবিআই কেন হিলারি ও ডেমোক্রেটদের এই অসততার তদন্ত করছে না। মানুষ ডিলেট করা ই-মেইল, ইউরেনিয়াম, পোদেস্টা, সার্ভার সহ নানা বিষয় নিয়ে জানতে চায়।’

রেডিওতে দেয়া এই সাক্ষাতকারে হিলারি বলেন, মিনেসোটার ডোমোক্রেট সিনেটর আল ফ্রাঙ্কেন জোর পূর্বক এক রেডিও উপস্থাপিকাকে যৌন হয়রানি করার পর ডেমোক্রেট দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু রয় মুর বা ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, তারা কোন ধরনের দায়ভার নিচ্ছেন না, ক্ষমা প্রার্থনা ও করছেন না।

পূর্বাশানিউজ/১৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি