সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » উন্নয়নের ধারা ও সেবা বজায় রাখতে তিন বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা


উন্নয়নের ধারা ও সেবা বজায় রাখতে তিন বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উন্নয়নের ধারা ও দেশের সেবা বজায় রাখতে তিন বাহিনীকে নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় অনেক বেশি মজবুত। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যাতে কারো মুখাপেক্ষী হয়ে না থাকে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সূত্র- নিউজ টোয়েন্টিফোর

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতাতেও বাংলাদেশ সফলতা অর্জন করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে সাভার সেনানিবাসে আয়োজিত সিএমপি কোরের সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। সে লক্ষ্যে আমরা পারমাণবিক ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি।

শেখ হাসিনা আরও বলেন, নিপীড়নের মুখে রাখাইন থেকে ৬ থেকে ৭ লাখ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি