সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী


মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নিপীড়নের মুখে রাখাইন থেকে ৬ থেকে ৭ লাখ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।’

বুধবার সকালে সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সারা বিশ্ব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে। যেসব রোহিঙ্গারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাদের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

এর আগে কোর অব মিলিটারি পুলিশ-সিএমপি স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে সিএমপি কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০১৭ এর কুচকাওয়াজ ও সশস্ত্র সালাম গ্রহণ করেন তিনি। এসময় তিন বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনা সদস্যদের কাজ করার নির্দেশ দেন।

23/11/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি