রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এক নজরে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২২ নভেম্বর বুধবার এই সূচি প্রকাশ করা হয়।

এসএসসি-২০১৮ পরীক্ষার সময়সূচি

 

সূচি অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ থেকে ২৪ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। আর কারিগরি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

এসএসসি-২০১৮ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

২৫ ফেব্রুয়ারি সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে। ৬ মার্চের মধ্যে সব ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে।

কারিগরি-২০১৮ পরীক্ষার সময়সূচি

আগামী বছর থেকে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ক পরীক্ষা হচ্ছে না। এ সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠিয়ে দেবে।

দাখিল-২০১৮ পরীক্ষার সময়সূচি

সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডে পাঠানো হবে।

বরাবরের মতো সকালের পরীক্ষার সময়সীমা ১০টা থেকে ১টা এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত বিকেলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় শিক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি