সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বারী সিদ্দিকীর দাফন নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে


বারী সিদ্দিকীর দাফন নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
খ্যাতিমান সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে দাফন করা হবে নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে। এ তথ্য জানিয়েছেন তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী। বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যাওয়ার কিছুক্ষণ পরই গোসল করানোর জন্য মোহাম্মদপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয় বারী সিদ্দিকীকে। সেখান থেকে মরদেহ আজ শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডি ১৪ /এ সড়কে তার বাসায় নিয়ে যাওয়া হয়। বারী সিদ্দিকীর প্রথম জানাজা হয় আজ শুত্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হয় দ্বিতীয় জানাজা।
বাদ আসর তৃতীয় ও শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। এরপর তাকে কবরস্থ করা হবে। উল্লেখ্য, বারী সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। গত দুই বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। তার দুটি কিডনি অকার্যকর ছিল। তিনি বহুমূত্র রোগেও ভুগছিলেন। গত ১৭ই নভেম্বর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে তিনি এখানেই লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় তিনি ইন্তিকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বারী সিদ্দিকী বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে কর্মরত ছিলেন।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি