সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতি রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন রোববার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রোববার (২৬ নভেম্বর) বিকালে তিনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে। ওই দিন রাষ্ট্রপতি শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

মিয়ানমারে নির্যাতনের মুখে গেল ৩ মাসে পালিয়ে আসা ৬ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে শরণার্থী শিবির পরিদর্শন করেন।
সোমবার (২৭ নভেম্বর) কক্সবাজারে রাষ্ট্রপতি ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ‘মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ এক্সরসাইজ’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন তার ঢাকা ফেরার কথা রয়েছে।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি