সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে গতকাল রোববার মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলে এই পদে ভোটের লড়াইয়ে টিকে আছেন ৭ জন। রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ সরকার জানান, যে ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা ও পার্টির কেন্দ ীয় যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের রংপুর জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার।

এছাড়া বিভিন্ন কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরপ্রতীক, একমাত্র মহিলা মেয়র প্রার্থী সমাজ উন্নয়ন কর্মী সুইটি আনজুম, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, ক্রিকেট কোচ শাকিল রায়হান, যুবদলের রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু, জাতীয় পার্টির (এ) সাবেক কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র এ কে এম আব্দুর রউফ মানিক। যাদের মনোনয়পত্র বাতিল করা হয়েছে তাদের অনেকেই আপিল করবেন বলে জানিয়েছেন।

এছাড়া, ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে দাখিলকৃত ২২৬ জন প্রার্থীর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৮ জন এবং সংরক্ষিত পদে ৪ জনসহ মোট ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে, বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল আলম নাজু শনিবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলাকে সমর্থন ও তার পক্ষে কাজ করারও ঘোষণা দিয়েছেন। নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে নাজমুল ইসলাম বলেন, খালেদা জিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ কাজ করব।

প্রসঙ্গত, সিটি নির্বাচনের আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন ৩ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।

পূর্বাশানিউজ/২৭ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি