শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমদানি করা চকলেটে পোকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শিশুদের লোভনীয় খাবার চকলেট। বিদেশি সেই চকলেটের রঙিন মোড়কে উৎপাদনের তারিখ কিংবা মেয়াদ সবই ঠিক আছে। কিন্তু মোড়ক খোলার পর দেখা যাচ্ছে তাতে বাসা বেঁধেছে কীট। আর এমন চকলেটই বিক্রি হচ্ছে ঢাকার বিভিন্ন দোকানে। সূত্র: একাত্তর টিভি

কারা এসব চকলেটের আমদানিকারক সেই তথ্যের হদিস মিলছে না।

বিএসটিআই বলছে, তাদের নির্ধারিত পণ্যের তালিকায় চকলেট নেই। তাই ব্যবস্থাও নেয়া যাচ্ছে না।

যদিও চকলেটের উৎপাদন তারিখ চলতি বছরের শুরুতে এবং মেয়াদ শেষ আগামী বছরের শুরুতে। তবু মোড়ক খুললেই বিস্মিত হওয়ার পালা। চকলেটের মোড়াকের ভেতরে বাসা বেঁধেছে পোকা, প্যাকেট খুললেই দুর্গন্ধ।

দোকানিরা বলছে, নষ্ট চকলেট কোম্পানি ফেরত নিয়ে থাকে। তবে এমন অভিযোগের সংখ্যাটা কম। তারা জানান, এবি করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের এজেন্ট চকলেটগুলো দিয়ে যায়।

কিন্তু সেই প্রতিষ্ঠানটির কোনো হদিস মিলছে না। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেনি। দোকানের চালান পত্রের ঠিকানাও অসম্পূর্ণ।

এমন ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করে বিএসটিআই- এর মহাপরিচালক স্বীকার করে সাইফুল হাসিব জানান, কোনো মান যাচাই ছাড়াই বিদেশ থেকে আসা যেসব চকলেট দেশের বাজারে বিক্রি হচ্ছে শিগগিরি সেসব পণ্যগুলো তালিকায় আনতে চাচ্ছে বিএসটিআই।

সাইফুল হাসিব বলেন, এক্ষেত্রে দুঃখ প্রকাশ ছাড়া করণীয় তেমন কিছু নেই। এই চকলেটকে বাধ্যতামূলক পণ্যে আনার জন্য ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি।

ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, যারা কর্তৃপক্ষ এই ঘটনা তাদের ভোক্তা স্বার্থের চরম অবহেলার প্রমাণ।

মানহীন পণ্যের উৎপাদক ও আমদানিকারকদের কখনো শাস্তির আওতায় আনা হয় না। তাই এমন প্রতারণাও কমছে না বলে মনে করা হচ্ছে।

পূর্বাশানিউজ/২৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি