সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ


কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে আজ বুধবার সকাল থেকে একাধিক ফ্লাইট ঢাকার আকাশে বার বার চক্কর দিয়েও শাহজালাল বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়।

সূত্র আরো জানায়, কাতার এয়ারওয়েজের দোহা টু ঢাকার ফ্লাইট কিউআর৬৪০ অনেকক্ষণ ধরে আকাশে চক্কর দিচ্ছে। কিন্তু অবতরণ করতে পারছে না। এভাবে আরও কয়েকটি বিমান অবতরণে বাধার মুখে পড়েছে। একইভাবে ব্যাহত হচ্ছে উড্ডয়নও।
এ বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশনের ডিউটি সিকিউরিটি অফিসার মো. ফরিদ উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত বন্ধই রয়েছে। রোদ উঠলে এবং কুয়াশা কমলে ওঠা-নামা স্বাভাবিক হবে।

পূর্বাশানিউজ/২৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি