সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতালে সমর্থন বিএনপির


বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতালে সমর্থন বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আধাবেলা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ সমর্থনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানি বন্ধ করুন’ শীর্ষক এ মানববন্ধনে রিজভী বলেন, আগামীকাল বাম দলগুলোর সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল ডেকেছে। আমরা মনে করি, জন স্বার্থে এ হরতাল অত্যান্ত যুক্তি-সংগত। এই সরকার গণবিরোধী সরকার এবং বর্তমান সরকার মানবতাবিরোধী সরকার। এই সরকার যতদিন ক্ষমতা ধরে রাখবে ততদিন জনগন পৃষ্ট হবে বলেন তিনি।

বর্তমান ফ্যাসিবাদ সরকারকে প্রতিরোধ করতে হবে মন্তব্য করে করে তিনি বলেন, আগামীকালের হরতালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

পূর্বাশানিউজ/২৯ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি