সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫৭ ধারা বাতিল নিয়ে শঙ্কায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারা বাতিল হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসনে বলেছেন, ৫৭ধারা বাতিলের যে কথা তথ্য মন্ত্রী বলেছেন তা আগে বাস্তবায়ন হোক। এই আইনের পরিবর্তে তারা কোন আইন নিয়ে আসে কিনা। তারপর এটা নিয়ে আনুষ্ঠানিক কথা বলবে বিএনপি। এখনই এবিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে এই আইন মানুষের বাক স্বাধীনতা বঞ্চিত করে। ফলে এই আইনটি অবশ্যই বাতিল হওয়া দরকার। গতকাল এক প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা এসব কথা বলেন।

এরআগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে সাংবাদিকদরে বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইন (আইসিটি) ৫৭ধারা আইন আর থাকছে না। তবে এই আইনের পরিবর্তে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন খসড়া চ’ড়ান্ত করা হয়েছে।

পূর্বাশানিউজ/৩০ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি