শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


যে রোহিঙ্গা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১২.২০১৭

ডেস্ক রিপোর্ট :

খ্রিস্টান ক্যাথলিকদের ধর্মগুরু ও ভ্যাটিক্যানের প্রেসিডেন্ট পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন বৃহস্পতিবার। বাংলাদেশে আশ্রিত একদল রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে আজ শুক্রবার সাক্ষাৎ করে মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের ওপর চলা নিষ্ঠুরতার বর্ণনা সরাসরি শোনবেন তিনি।

এদিকে বার্তা সংস্থা এএফপি একটি রোহিঙ্গা পরিবারের সদস্যদের ছবি প্রকাশ করে জানিয়েছে- পরিবারটি অন্যদের সাথে পোপের সঙ্গে সাক্ষাৎ করবে।

মোহাম্মদ নুরুল্লাহ ও তার স্ত্রী হাজেরা খাতুন তিন সন্তানকে সাথে নিয়ে পোপের সামনে হাজির হবেন বলে জানানো হয়। তবে মোট কতজন রোহিঙ্গা পোপের সঙ্গে সাক্ষাতে উপস্থিত থাকবেন তা জানানো হয়নি।

এছাড়া নুরুল্লাহ বা তার পরিবার রাখাইনে কী ধরনের নিপীড়নের শিকার হয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

পূর্বাশানিউজ/০১ ডিসেম্বর ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি