রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দিনের তাপমাত্রা হ্রাস পাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো জানানো হয়, দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
এছাড়া দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

রোববার (১৭ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতক্ষীরা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি