বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গণতন্ত্র নয় চুরিতন্ত্র আ.লীগের মূলমন্ত্র: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গণতন্ত্র নয়, চুরিতন্ত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সরকার আত্মীয়স্বজন দলীয় লোকদের ব্যাংক দিয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এত চুরি সেখানে হয়েছে। আগে আওয়ামী লীগের মূলমন্ত্র বলা হতো গণতন্ত্র। এখন ওটা হলো চুরিতন্ত্র। প্রতিটি ব্যাংকে চুরি করে এমন একটি অবস্থা তৈরি করেছে যে ব্যাংকের আমানতকারীরা বলছেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’

সরকার দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক গিলে ফেলেছে, বেসিক ব্যাংক গিলে ফেলেছে। বাংলাদেশ ব্যাংক গিলে ফেলার চেষ্টা করেছিল। বৈদেশিক আয় কমতে শুরু করেছে। তৈরি পোশাক কারখানাগুলো লোকসানের মুখে। প্রতিদিন খবরের কাগজে প্রশ্নপত্র ফাঁসের খবর।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির চেয়ারপারসনের আইনি নোটিশ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘কোথা থেকে ভুয়া কাগজ, ভুয়া টেলিভিশন-অনলাইন দিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলে। আমরা বলেছি, প্রমাণ করেন। পারেননি বলে উকিল নোটিশ দেওয়া হয়েছে। ৩০ দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে শুধু বোকা বানিয়ে যাবেন না। বাংলাদেশের মানুষকে এত বোকা ভেবে লাভ নেই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

পূর্বাশানিউজ/২১ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি