বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছেলের মৃত্যুদিবসেও আদালতে যাবেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুদিবসেও জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির ২ মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছাবেন।

মামলা দুটির বিচারকাজ চলছে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামানের আদালতে।

সানাউল্লাহ মিয়া আরো জানান, গতকাল মঙ্গলবার সানাউল্লাহ মিয়া আসামি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বুধবার মৃত্যুবার্ষিকী উল্লেখ করে এদিন যুক্তি উপস্থাপন মুলতবির আবেদন করেন। কিন্তু বিচারক বলেন, আপনাদের (খালেদা জিয়া) জামিন বুধবার পর্যন্ত বাড়িয়ে দিলাম। আপনাদের না আসলেও চলবে। তবে অন্যান্য আসামিদের পক্ষে মামলার কার্যক্রম চলবে। তবুও বুধবার দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে যাবেন।

উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে গত ১৬ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আহসান উল্লাহ। তবে যুক্তি উপস্থাপন শেষ হয়নি।

গত ২০, ২১, ২৬, ২৭, ২৮ ডিসেম্বর এবং ৩, ৪, ১০ ও ১১ জানুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা।

তাছাড়াও গত ১৯ ডিসেম্বর দুদকের দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের ৭ বছরের কারাদণ্ড দাবি করেন।

পূর্বাশানিউজ/২৪জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি