সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনের আগে ষড়যন্ত্রের রিহার্সাল: ঢাবি শিক্ষক সমিতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচিকে ঘিরে যে বিশৃঙ্খলা হয়েছে তাকে জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্রের একট রিহার্সাল বা অনুশীলন হিসেবে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

উপাচার্যের সঙ্গে ‘অশোভন আচরণ’, তার ও প্রক্টরের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে শিক্ষক সমিতি। এ সময় সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল এই বক্তব্য দেন।

শিক্ষক সমিতির প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা ও ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য একটি মহল এসব ষড়যন্ত্র করছে।’

গত ১৫ জানুয়ারি সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সেদিনের কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেয়েদেরকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠে।

এরপর নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যাপারে ছাত্রলীগের অভিযুক্ত কর্মীদের বহিষ্কারের দাবিতে মাঠে নামে বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। ১৭ জানুয়ারি তারা প্রক্টরের এবং ২৩ জানুয়ারি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। দুটি কার্যালয়েরই ফটক ভাঙচুর করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তাকে দীর্ঘ সময় আটকে রাখে তারা।

আর ২৩ জানুয়ারি অবরুদ্ধ উপাচার্যকে ‘উদ্ধারে’ যায় ছাত্রলীগ। এক পর্যায়ে দুই পক্ষে হাতাহাতি এবং পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা বড় হাতে পিটুনি দেয় বামদের।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ওই রাতে বিবৃতিতে জানানো হয়েছিল, বিক্ষোভকারীরা ওপাচার্যের ওপর হামলার চেষ্টা করেছিল।

সেদিনের ঘটনার পর ছাত্রলীগের বিচার চেয়ে বামরা এবং বামদের বহিষ্কার চেয়ে ছাত্রলীগ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

শিক্ষক সমিতিও প্রথম ঘটনার পাঁচ দিন পর মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছে। কলাভবনের সামনে এই কর্মসূচি শুরু হয় সকালে।

শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল এ সময় নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। বলেন, ‘যেকোনো ষড়যন্ত্র ঘরের ভেতরেও হতে পারে; বাইরে থেকেও হতে পারে। ভেতরে অনেক ছাত্র সংগঠন আছে, তাদের মদদপুষ্ট শিক্ষক রয়েছেন।’

‘আমরা এ ষড়যন্ত্রকে রাজনৈতিক ফায়দার অংশ মনে করি। আমরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না।’

উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ে যাওয়া শিক্ষার্থীদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন মাকসুদ কামাল। বলেন, ‘দাবি থাকলে আলোচনা হতে পারে। কিন্তু তার বিপরীতে আন্দোলনকারীদের যে বেপরোয়া মনোভাব দেখেছি, তাতে ধারণা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।’

অধিভুক্ত সাত কলেজের বিষয়ে এই অধ্যাপক বলেন, ‘সাতটি কলেজ অধিভুক্ত হওয়ায় প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হয়েছিল। এখন সেটা ওয়েল স্ট্রাকচার করা হবে।’

সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ কেন ডাকেনি- এমন প্রশ্নে মাকসুদ কামাল বলেন, ‘ক্যাম্পাসের কালচার হলো পুলিশ আসলে তখন শিক্ষার্থীরা স্লোগান দেয়, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব দাও’। মূলত এ ভাবনা থেকেই শিক্ষক-ছাত্ররা মিলে সমাধান করার চেষ্টা করেছি।’

সেদিনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বহিরাগতদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করারও দাবি জানান মাকসুদ কামাল।

মানববন্ধনে শিক্ষকেরা দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী উঠে-পড়ে লেগেছে। বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ভবিষ্যতে কেউ অছাত্র, বহিরাগতদের দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করার কথাও জানানো হয় এই কর্মসূচিতে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘তদন্তের মাধ্যমে আমরা যৌন নিপীড়নকারীদেরও বিচারের আওতায় আনব। তবে এক্ষেত্রে আমরা অভিযোগকারীদের সহযোগিতা কামনা করি।’

বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, ‘শুভ যেখানে থাকবে, অশুভ সেখানে থাকতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অছাত্র, বহিরাগত এসে হামলা চালাবে সেটা কখনো মেনে নেওয়া যায় না।’

অপরাধ বিজ্ঞান  বিভাগের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘আন্দোলনকারীদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। তাদের আন্দোলনটি ধ্বংসাত্মক। আমরা তাদের আন্দোলনের বিরুদ্ধে নই, আমরা তাদের ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে।’

অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান, অধ্যাপক জিনাত হুদা প্রমুখ এ সময় বক্তব্য দেন।

পূর্বাশানিউজ/২৮জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি