রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সংসদে নির্বাচিত ৩’শ সদস্যের মধ্যে নারী সাংসদ নির্বাচিত হলে ভালো :আব্দুল মতিন খসরু।


সংসদে নির্বাচিত ৩’শ সদস্যের মধ্যে নারী সাংসদ নির্বাচিত হলে ভালো :আব্দুল মতিন খসরু।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সংসদে নির্বাচিত ৩’শ সদস্যের মধ্যে নারী সাংসদ নির্বাচিত হলে ভালো। কারণ মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী সে কারণে নারীদের সংখ্যা বাড়ানো উচিত। তবে সব বড়দলগুলো থেকে নারীদের আরও বেশি মনোনয়ন দেয়া হলে সংসদে তাদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী এবং বর্তমান আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংশোধন কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু। বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সংরক্ষিত নারী আসনের মেয়াদ বৃদ্ধি করার জন্য সরকার সপ্তদশ সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে। কিন্তু কেন এই উদ্যোগ নিয়েছে সরকার?

এই প্রসঙ্গে তিনি বলেন, এটাতো সাংবিধানিক বাধ্যবাধকতা। এই যে পার্লামেন্টের বর্তমান সেশন চলছে, এই সেশন সমাপ্তি হওয়ার সাথে সাথে এখন যে ৫০ জন এমপি আছেন তাদের কার্যকারিতা শেষ হয়ে যাবে। তাই এই সেশনের মধ্যেই সপ্তদশ সংশোধনী এনে বাকি ৫০ জন মহিলা সদস্য নির্বাচন করতে হবে। সংবিধানের ৬২,৩ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংসদ গঠিত হবে ৩’শ জন নির্বাচিত সদস্য আর ৫০ জন মহিলা সদস্য। আর এটাই করতে হবে।

এই সংশোধন বা সংসদে নারী সংরক্ষিত আসন বাড়ানোর পরিকল্পনা বা চিন্তাভাবনা কি আছে?

এই প্রসঙ্গে তিনি বলেন, সেটা আমি জানি না। কিন্তু ৫০ জন যে হবে সেটা বলতে পারি।

এই সংসদ সদস্যরা সরাসরি নির্বাচিত হয়ে আসেন না সংখ্যাগরিষ্ঠ দল দ্বারা নির্বাচিত হন বা সরাসরি নির্বচিত দল এলেই ভালো এই বিধানটা কী আছে?

জবাবে তিনি বলেন, এই বিধানটা বর্তমানে নেই। সংবিধানের বিধান অনুযায়ী সংসদ গঠিত হবে ৩০০ সরাসরি নির্বাচিত সদস্য ও ৫০ জন নারী সদস্যকে নিয়ে। সে কারণেই এটা করতে হবে। নাহলে এটা পূর্ণাঙ্গ সংসদ হবেনা।

এর মূল স্প্রিটটা ছিল সংসদে যেন নারীর প্রতিনিধিত্ব বাড়ে। কিন্তু এখন তো অনেক নারী সংসদ সদস্য আছে তারপরও এটার মেয়াদ বৃদ্ধি করার প্রয়োজন কেন?

জবাবে তিনি বলেন, ৩’শ জন নির্বাচিত সদস্য এর মধ্যে নারীও থাকতে পারে পুরুষও থাকতে পারে। আর এই ৩’শ জন সদস্যদের মধ্যে যদি নারী আসে তাহলেতো কোনো সমস্যা নেই।

আসন সংরক্ষণের যে ভাবনাটা সেটা কতদিন চালু রাখা হবে?

জবাবে তিনি বলেন, এটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু সংসদে নারী আসন বাড়ানো পরিকল্পনা আছে। নারীরা যদি নমিনেশন পায় তাহলে তারা সংসদে আসতে পারে। আর এটা বাড়ানোর জন্য অনেক কৌশলও আছে। যদি একটা সিটের জন্য বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনই নমিনেশন পায় তাহলেতো তাদের মধ্যে একজনতো মহিলা এমপি হবেই।

পূর্বাশানিউজ/২৯জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি