শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ক্ষমতাসীনরা আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে সাজা দিতে চান : রিজভী


ক্ষমতাসীনরা আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে সাজা দিতে চান : রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সরকার মাইনাস ওয়ান ফর্মুলার দিকে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেখি ৮ ফেব্রুয়ারি এর প্রতিফলন হয় কিনা। এমন কিছু হলে জনগন তা প্রতিহত করবে। এবং তা বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, ক্ষমতাসীনরা আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে সাজা দিতে চান। তা নাহলে, আদালতে কি হবে না হবে তারা কিভাবে জানেন। তারা আদালতের কাঁধে বন্দুক রেখে মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়ন করতে চান।

সোমবার(২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, গতকাল নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন যে, খালেদা জিয়া সাজা নিশ্চিত। এটর্নি জেনারেল বলেছেন জেলে গিয়েই খালেদা জিয়াকে আপীল করতে হবে। এবং সরকারদলীয় মন্ত্রীরা বলেছেন, খালেদা জিয়াকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে এতেই সুস্পষ্ট বাবে প্রমানিত হয় যে, আদালতের রায় কি হবে তারা তা জানেন এবং আদালতকে প্রভাবিত করে তারা সাজা ূিতে চাচ্ছেন।

তিনি আরও বলেন, হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে তড়িঘড়ি করে সাজা দিয়ে নীলনকশা বাস্তবায়ন করছেন।

এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল প্রমুখ।

পূর্বাশানিউজ/২৯জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি