রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘টাকা-পয়সা নিয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী


‘টাকা-পয়সা নিয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অডিট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অাহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘টাকা-পয়সা নিয়ে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না।’

অান্তর্জাতিক সুপ্রিম অডিট ইনস্টিটিউট-এর উদ্বোধন উপলক্ষে বুধবার রাজধানীর কাকরাইলে ৭৭\৭ অডিট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় অডিটের গুরুত্বও বেড়ে গেছে। একজন মানুষ চাকরিতে প্রবেশ করার পর থেকে অবসর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অডিটের গুরুত্ব রয়েছে।’

বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হওয়ার ফলে অডিট কার্যক্রমও ডিজিটাল হয়ে গেছে। তবে সাইবার ক্রাইম বলতে একটা শব্দ অাছে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন কেউ জানতে না পারে সে জন্যও সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে অামরা কাজ করছি। অনেক ক্ষেত্রে অামরা বিশ্বের উন্নত দেশ থেকে অগ্রগামী। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্য এখন ৮ লাখ। ই-টেন্ডারের কারণে এখন অার টেন্ডারের বাক্স ছিনতাই হয় না।

দুদকের স্বাধীনতার বিষয়টা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক মন্ত্রী-এমপিদের বিষয়েও দুদক কাজ করছে। সে বিষয়ে অামরা কোনো বাধা দেই না।

পূর্বাশানিউজ/৩১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি