রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে খালেদার অবৈধ সম্পদের তদন্ত শুরুর খবর


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরব, কাতারসহ বেশ কিছু আরব দেখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়ার তথ্য প্রকাশ করেছে একটি টেলিভিশন। এই সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ কোটি টাকার। এই অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানিয়েছে টেলিভিশনটি।

সৌদি আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল গ্লোবার ইন্টেলিজেন্সকে উদ্ধৃত করে কানাডাভিত্তিক সংবাদ চ্যানেল ‘দ্য ইন্টারন্যাশনাল’ এই খবর প্রকাশ করেছে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছিলেন, সৌদি আরব খালেদা জিয়ার অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত চালাচ্ছে।

বাংলাদেশের খালেদা জিয়া বেশ কিছু দুর্নীতি মামলার আসামি। এর বাইরে সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় একাধিক মামলা আছে তার বিরুদ্ধে। তবে বিএনপি নেত্রী এবং তার দলের নেতারা এসব মামলাকে হয়রানিমূলক দাবি করেছেন।

তবে এ বিষয়ে সৌদি আরবের মূলধারার পত্রিকা বা টেলিভিশন কোনো সংবাদ প্রকাশ করেনি বলে জানিয়েছেন ঢাকাটাইমস এর সৌদি আরবের প্রতিনিধি আমীর চারু।

‘দ্য ইন্টারন্যাশনাল’ এর প্রতিবেদন অনুযায়ী সৌদি কর্তৃপক্ষ কয়েকজন স্থানীয় ও বিভিন্ন দেশের কয়েকজন উচ্চ পদস্থ ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অংকের সম্পদ অর্জনের কথা জানতে পেরেছে। এদের মধ্যে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী সাদ আল হারিরি এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অপর দুই জনের নাম ওই টিভি সংবাদে উল্লেখ করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী এসব ব্যক্তি সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। নিজ দেশে ক্ষমতায় থাকার সুযোগে অর্থপাচার, চাঁদাবাজি, ঘুষ এবং অন্যান্য অনৈতিক উপায়ে এসব অর্থ উপার্জন করা হয়েছে।

ওই সংবাদে বলা হয়, সৌদি আরব ও কাতারসহ ১২টি দেশে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ১২ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। বাংলাদেশি টাকায় এটা হয় ৯৯ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৮৩ টাকা হিসাবে)।এই সম্পদের মধ্যে রয়েছে শপিং মল এবং বহুতল ভবন।

এসব সম্পদের মধ্যে রয়েছে সৌদি আরবের শপিং মল আল আরাফাহ এবং কাতারের বাণিজ্যিক ভবন তিপরা।

খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর কোতারে ইকরা নামে একটি বহুতল ভবনের মালিক।

এই তদন্ত এখন কোন পর্যায়ে আছে, সে বিষয়ে দুর্নীতিবিরোধী কমিটির একজন কর্মকর্তা বলেছেন, তদন্ত চলছে আর তা শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সৌদি আরবের দুর্নীতিবিরোধী সংস্থা সে দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ১৯ সৌদি নাগরিক ও পাঁচ বিদেশির অর্থ ও সম্পদের তথ্য দিতে বলেছে বলেও ওই খবরে বলা হয়।

সম্প্রতি সৌদি আরবে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান চলছে। অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে নির্দেশ রয়েছে সরকারের।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ও পত্রিকাগুলো জানিয়েছে, বেশ কয়েকজন ধনকুবের এবং গণ্যমান্য নাগরিককে এরই মধ্যে আটক করা হয়েছে, যাদের মধ্যে রাজ পরিবারের সদস্যও রয়েছেন।

পূর্বাশানিউজ/৩১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি