সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫ দিনে গ্রেফতার হয়েছে বিএনপির ৪৮০ নেতাকর্মী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কে ঘিরে দেশব্যাপী পুলিশের গ্রেফতার গতকাল শনিবারও চলছিল।এ নিয়ে গত ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনে সারা দেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।

শনিবার রাজধানীর পরীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও ১৪ জন বিএনপির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে গত চার দিনে ঢাকায় গ্রেফতার করা হয়েছে ২৭৪ জন। এদের মধ্যে গতকাল গ্রেফতারকৃতদের মধ্যে চারজনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে তিনটি মামলায় ১১১ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ছাড়া গত বৃহস্পতিবার বিএনপির নেতা আমানউল্লাহসহ পাঁচজনকে গতকাল কারাগারে পাঠানো হয়।

৩০ জানুয়ারি পুলিশের প্রিজন ভ্যান ভাঙচুর করে আসামি ছিনতাই এবং পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ ও রমনা থানায় ওই দিন রাতেই পৃথক তিনটি মামলা করে পুলিশ।

এদিকে শনিবার হোটেল লা মেরিডিয়ানে বিএনপির বৈঠক চলার সময় সেখানে যাওয়া কিছু নেতা-কর্মীকে পুলিশ আটক করে।

এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গত শুক্রবার ও শনিবার বিএনপি-জামায়াতে ৩৮ নেতা-কর্মীকে গ্রেফতার ও আটক করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জে অভিযান চালিয়ে বিএনপির ২৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। এছাড়া লালমনিরহাটে শুক্রবার গভীর রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে শুক্রবার রাতে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

পূর্বাশানিউজ/০৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি