শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদার রায়: বিকালে বসছে ১৪ দল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে বৈঠকে বসছে সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। সোমবার বিকাল তিনটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই বৈঠকে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে। এই রায়কে কেন্দ্র করে বিএনপি মাঠে থাকার ঘোষণা দিয়েছে। রাজনৈতিক কৌশল হিসেবে সেদিন মাঠ দখলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগও। আর এই কর্মসূচিতে মিত্র দলগুলোকেও পাশে চায় সরকারি দল।

সে ব্যাপারে আলোচনার জন্যই আজকের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে শেষে ১৪ দলের নেতারা সাংবাদিকদের ব্রিফ করবেন। সেখানেই জানা যাবে বৃহস্পতিবারের রায়কে ঘিরে কী ভূমিকা থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই জোটের।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি