বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ‘নির্বাচনী প্রচারণা নয়, মাজার জিয়ারতে সিলেটে যাচ্ছেন খালেদা’


‘নির্বাচনী প্রচারণা নয়, মাজার জিয়ারতে সিলেটে যাচ্ছেন খালেদা’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮


ডেস্ক রিপোর্ট:

নির্বাচনী প্রচারণার জন্য নয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য সিলেট যাচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। রওনা হওয়ার আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, ‘‘সিলেট পৌঁছে বিকালেই হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়া করবেন বিএনপি চেয়ারপার্সন। তার এই সফর শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে।”

এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘বেগম জিয়া রাজনৈতিক প্রচারণা করতে সিলেট যাচ্ছেন না। তিনি শুধুমাত্র মাজার জিয়ারত করতে যাচ্ছে। এক বছর আগে নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। যেখানে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা হয়নি, সেখানে নির্বাচনী প্রচারণা কিভাবে হবে?”

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই রায়কে ঘিরে সম্প্রতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আয়োজন করা হয়। এরপর এই সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি