শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » বাসে আগুন ছাড়াও মোমবাতি ধরিয়ে কর্মসূচি পালন করা যায়: ইমরান এইচ সরকার


বাসে আগুন ছাড়াও মোমবাতি ধরিয়ে কর্মসূচি পালন করা যায়: ইমরান এইচ সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

২০১৩ সালের আগে বাংলাদেশে যে রাজনীতি হয়েছিল তার মধ্যে ছিল বাসে আগুন, ইটপাটকেল ছোড়া। আর এর বাইরে কিন্তু কিছুই ছিল না। তবে আমরা কিন্তু দেখিয়েছি কিভাবে নিরবতা পালন করে এবং মোমবাতি ধরিয়ে কর্মসূচিপালন করা যায়। বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।

বাংলাদেশে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা আন্দোলন গণজাগরণ মঞ্চের ৫ বছরপূর্তি হচ্ছে আজ। যুদ্ধোপরাধীর অপরাধে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়ার পর একদল তরুণ-তরুণী শাহাবাগ মোড়ে জড়ো হয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে শুরু করে। যেটা পরবর্তীতে একটা স¦তঃস্ফূর্ত আন্দোলনে রূপ নেয়। এরপর একের এক শীর্ষস্থানীয় যুদ্ধোপরাধীদের ফাঁসী কার্যকর হয়। কিন্তু এখন এই আন্দোলনের কর্মকান্ড আর চোখে পড়ে না।

এখন গণজাগরণ মঞ্চের কর্মকান্ডগুলো কী?

এই প্রসঙ্গে তিনি বলেন, একদিকে ৬ দফা দাবি এবং গণজাগরণ মঞ্চের যে বৃহৎ আন্দোলন অর্থাৎ একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা। আর তার জন্য আমরা কিন্তু আমাদের লড়াই অব্যাহত রেখেছিলাম। ধর্ষণের প্রতিবাদ থেকে শুরু শিশু হত্যা কিংবা অর্থ লুটপাটের প্রতিবাদ সবই অব্যাহত ছিল। কয়েকমাস আগে আমাদের সর্বশেষ এক কর্মসূচিতে হামলা করা হয় এবং আর একটি কর্মসূচিতে বেশ কয়েকজন কর্মীর নামে মামলা দেওয়া হয়, এমনকি আমার নামেও মামলা দেওয়া হয়। এ কারণে এর পরে কিছুটা স্থবিরতা এসেছিল। আর এর বাইরে গণজাগরণ মঞ্চের যে কার্যক্রম সেটা কিন্তু সে অব্যাহত রেখেছে।

২০১৩ সালে আপনারা যেভাবে সক্রিয় ছিলেন, সমসাময়িক ইস্যুতে আপনারা কী সেভাবে সক্রিয় থাকতে পারছেন কিংবা সেভাবে কী কোনো সাড়া পাচ্ছেন মানুষের?

জবাবে তিনি বলেন, এটা একটা স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন। সুতরাং এখানে সব সময় মানুষের একইরকম সাড়া থাকে সেটা কিন্তু না। আমরা সর্বশেষ কুমিল্লাতে তনু ধর্ষণের প্রতিবাদে যে রোডমার্চটি করলাম সেখানে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিতি হয়েছে এবং আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। আবার সব সময় যে লাখো জনতা সমর্থন করছে এমন না।

২০১৩ সালে যে দৃশ্যমান সাড়া ছিল, এখন এসে হত্যা, ধর্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে আন্দোলন সেখানে ততটা সাড়া কী মিলছে কিংবা আপনাদের প্রতি সাধারণ মানুষের সেই মনোভাবটা কী এখনো বজায় আছে?

জবাবে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য ছিল গণজাগরণ মঞ্চকে সারা দেশব্যাপি ছড়িয়ে দেওয়া। সেই জায়গাতে আমি মনে করি সারাদেশব্যাপি কোনো অন্যায়, অবিচার হলে সবাই কিন্তু গণজাগরণ মঞ্চের আদলে যে যার অবস্থান থেকে আন্দোলন করছে। আগে যেমন রাজনৈতিক দল বা সংগঠনের বাইরে আমরা কোনো আন্দোলন দেখতাম না। কিন্তু ২০১৩ সালের পর যে উল্লেখযোগ্য আন্দোলন হয়েছে সেখানে প্রত্যেকটিতে কিন্তু সাধারণ মানুষ নেতৃত্ব দিয়েছে।

সময়ের দাবিতে অনেক আন্দোলন গড়ে ওঠে যেটা আপনাদের সময় হয়েছে। আর পরে সেটা না থাকলেও ইতিহাস হয়ে থেকে যায়, তাহলে আপনারা কেন এটা স্বীকার করে নিচ্ছেন না এবং এখনো সেই আন্দোলনটা চালিয়ে যাবার প্রয়োজনীয়তা কী?

জবাবে তিনি বলেন, আমরা স্বীকার করে নেইনি এমন না। আর একটা আন্দোলন যে সব সময় চলবে এমনও না। আর এখন এখান থেকে সরে যাওয়াটাও সহজ না।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি