শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার সাজা হলেও নির্বাচনে অযোগ্য হবেন না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

জেনারেল জিয়ার নামে এতিম তহবিল চালু করে বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জন। আজ এ মামলার রায় ঘোষণা হবে। তবে নানা মহলে প্রশ্ন উঠেছে, খালেদা জিয়া দণ্ডিত হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন কি না।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোন ব্যক্তি ফৌজদারি মামলায় ২ বছর বা তার অধিক সাজাপ্রাপ্ত হলে, সাজাপ্রাপ্তির ৫ বছর অতিবাহিত না হলে সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না।

আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, খালেদা জিয়া দণ্ডিত হলেই নির্বাচনের অযোগ্য হবেন এমনটা বলার আইনি সুযোগ নেই।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেন, দণ্ডিত হলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আদালত ও নির্বাচন কমিশনের ব্যাখ্যার দরকার হবে।

অতীতে এর আগে দেখা গেছে, বিচার আদালত দণ্ডিত করলেই কেউ নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হয় না। সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ১৯৯৩ সালে জনতা টাওয়ার মামলায় দণ্ডিত করলেও ‘৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে তিনি অংশ নেন। তবে, আপিল বিভাগ ২০০০ সালে এরশাদের সাজা বহাল রাখায় তিনি ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষিত হন।

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হলেও এই প্রথম কোনো মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি