শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজপথে সরব আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে কোনো বিশৃংখলা সৃষ্টি না হয় সেজন্যে ঢাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। পাশাপাশি পুলিশের কঠোর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ৩২ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে নগর আওয়ামী লীগের অফিসে দলের নেতাকর্মীরা রয়েছেন। রয়েছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি রাজপথে রয়েছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা বলছেন, বিএনপি যাতে কোন ধরেনের নাশকতা সৃষ্টি করতে না পারে এ জন্য তারা মাঠে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের আশপাশে দলীয় নেতা-কর্মীরা সতর্ক অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় নেতারাও সকাল থেকেই সভানেত্রীর কার্যালয়ে আসা শুরু করেন। ইতোমধ্যে আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ অনেকে সভানেত্রীর কার্যালয়ে এসেছেন।

আওয়ামীলীগের নেতাকর্মীরা দাবি, যে কোনো সময় বিএনপির নেতাকর্মীরা সহিংসতার সৃষ্টি করতে পারে। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে পারে। এ জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযেগিতা করার জন্য রাজপথে অবস্থান করেছেন।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি