রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৮


পূর্বাশা ডেস্ক:
আগামী চার বছরের জন্য আবারও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। গতকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সাফের কংগ্রেসে সালাউদ্দিনকে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত করা হয়েছে। এবারও তিনজন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন সৈয়দ খাদেম আলি শাহ (পাকিস্তান), অনুরা ডি সিলভা (শ্রীলংকা) ও মনি কুনওয়ার (নেপাল)। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন ভুটানের ওয়েজেন ওয়াংচুক। সাফের কংগ্রেসে সাতটি দেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাফের সভাপতি হিসেবে ‘হ্যাটট্রিক’ করার পর সালাউদ্দিন জানান, তার জন্য চ্যালেঞ্জ বেড়ে গেল। সাউথ এশিয়ান ফুটবলের উন্নয়নে কাজ করে যাবেন। এজন্য সাফ ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। আগামী বছরের সেপ্টেম্বর থেকে তিনি এ টুর্নামেন্ট আয়োজন করতে চান। আবারও সাফের সভাপতি হওয়ায় বাংলাদেশের ফুটবলে কি তার প্রভাব পড়বে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানান, মেয়েদের ফুটবলের দারুণ উন্নতি হয়েছে। সাবিনা খাতুন ভারতের ফুটবল লিগ মাতাচ্ছেন। ক্লাব পর্যায়ে ছেলেরাও এগিয়ে যাবে। বাংলাদেশের ফুটবল উন্নতির দিকেই যাবে। সাফের টুর্নামেন্ট সূচিতে চলতি বছর রয়েছে আগস্টে সাফ অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবল চ্যাম্পিয়নশিপ, আগস্ট/সেপ্টেম্বরে সাফ অনূর্ধ্ব-১৮ মেয়েদের চ্যাম্পিয়নশিপ, সেপ্টেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ, নভেম্বরে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ ও ডিসেম্বরে সাফ মেয়েদের চ্যাম্পিয়নশিপ। সালাউদ্দিন জানান, সাফের সদস্য দেশগুলোর পূর্ণ আস্থা রয়েছে তার প্রতি। সেজন্যই আবার তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। আস্থার প্রতিদান দিতে চান সালাউদ্দিন।

এদিকে সংবাদমাধ্যমকে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী প্রফুল প্যাটেল জানান, ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ফিফার বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা রয়েছে (ফিফাফুটবল বিশ্বকাপ, ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ)। ২০১১ সালে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত-বাংলাদেশ-শ্রীলংকা। ভারতের সঙ্গে ফুটবলের বড় টুর্নামেন্টের সহআয়োজক হতে পারে বাংলাদেশ।

অন্যদিকে ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জোট বেঁধেছে। আয়োজক হতে চায় মরক্কোও। তাই এসব দেশের প্রতিনিধিরাও সাফের কংগ্রেসে এসেছিলেন। তাদের উদ্দেশ্য সমর্থন নেওয়ার। বিশ্বকাপ আয়োজনে সাফের সমর্থন আশা করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো জোট।

উল্লেখ্য, সাফের প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছয়টি বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা। ২০০০ সালে ভুটান এবং ২০০৫ সালে আফগানিস্তান সাফে যোগ দেয়। ২০১৫ সালে সাফ থেকে বেরিয়ে মধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশনে (কাফা) যোগ দেয় আফগানিস্তান।

পূর্বাশানিউজ/ ১২এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি