শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রণবীর সিং এর নামে ট্রেনের নাম….


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ব্যান্ড বাজা বারাত’র মধ্য দিয়ে ২০১০ সালে বলিউড অভিষেক হয় তার।

৮ বছরের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’, ‘পদ্মাবত’, ‘বেফিকরে’, ‘গুন্ডে’ প্রমুখ।

শুধু ভারত নয়, বলিউডের এই অভিনেতার জনপ্রিয়তা সারা বিশ্বের কাছে পরিচিত। তাইতো তার নামে একটি ট্রেনের নামকরণ করে তাকে সম্মান জানালো সুইজারল্যান্ড টুরিজম।

এ প্রসঙ্গে রণবীরের একটি ঘনিষ্ঠসূত্র জানান, বেশ কিছুদিন ধরেই সুইরাজল্যান্ড টুরিজমের শুভেচ্ছাদুত হয়ে কাজ করছেন রণবীর সিং। সেখানেও তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্খী রয়েছে। আর বলিউডের এই অভিনেতার জনপ্রিয়তা দেখেই তাকে এই বিশেষ সম্মান জানানো হয়েছে।

‘রণবীর অন ট্যুর’ নামে ট্রেনটি চালু করছে সুইজারল্যান্ড টুরিজম ও সুইস ট্রাভেল। ভারত থেকে আসা পর্যটকরা চড়তে পারবে এতে। আগামী ৩০ এপ্রিল রণবীর নিজে ট্রেনটির উদ্বোধন করবেন।

পূর্বাশানিউজ/ ২৮এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি