শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রূপালী পর্দার নায়ক আমিরের ৩০ বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বলিউডের প্রভাবশালী তিন খানের অন্যতম অভিনেতা আমির খান। ১৯৭৩ সালে চাচা নাসির হুসেনের ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু করলেও, নায়ক হিসেবে তার আবির্ভাব ১৯৮৮ সালে। ওই বছরের ২৯ এপ্রিল মুক্তি পেয়েছিল নায়ক আমির অভিনীত সুপারহিট ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’। চাচাতো ভাই মনসুর খান পরিচালিত সে ছবিতে আমিরের নায়িকা ছিলেন তখনকার নবাগত জুহি চেওলা।

সেই হিসেবে চলতি বছরের ২৯ এপ্রিল রূপালী পর্দার নায়ক হিসেবে দীর্ঘ ৩০ বছর পূর্ণ করলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত বলিউড অভিনেতা আমির খান। এই ৩০ বছরে বহু ইতিহাস রচনা করেছেন তিনি, ভেঙেছেন অনেক রেকর্ড। দীর্ঘ তিন দশকের এই নায়কী জীবনে নিজেকে উজাড় করে দিয়েছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। তবে প্রাপ্তির খাতাও কিন্তু শূন্য নয়, একেবারে পরিপূর্ণ।

১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট সাত বার ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জেতেননি। অবশেষে ১৯৯৬ সালে সুপারডুপার হিট ‘রাজা হিন্দুস্তানি’ ছবির জন্য ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। ক্যারিয়ারে মোট চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতটি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন আমির খান। ২০০৩ সালে ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ এবং ২০১০ সালে ‘পদ্মভূষণ’ পদকেও সম্মানিত হয়েছেন তিনি।

শুধু তাই নয়, বক্স অফিসে ছবির আয়ের নিরীক্ষে বলিউডের অন্যান্য অভিনেতাদের চেয়ে শীর্ষে রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন বলিউডের অন্য দুই খান শাহরুখ ও সালমান খানকেও। তার অভিনীত ছবিগুলোর মধ্যে- কেয়ামত সে কেয়ামত তক, রাজা হিন্দুস্থানি, মান, গোলাম, ইশক, লগান, ফানা, তেরে জমিন পার, গজনী, থ্রি এডিয়টস, তালাশ, ধুম থ্রি, পিকে, সিক্রেট সুপাস্টার ও দঙ্গল উল্লেখযোগ্য।

এছাড়া প্রযোজক হিসেবেও খ্যাতি রয়েছে আমির খানের। ২০০১ সালে ‘লগান’, ২০০৭ সালে ‘তেরে জমিন পার’, ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’, ২০১০ সালে ‘পিপলি লাইভ’, ‘২০১১ সালে ‘ধোবি ঘাট’, একই বছর ‘দিল্লি বেলি’ এবং ২০১২ সালে ‘তালাশ’ ছবিগুলো প্রযোজনা করেছেন তিনি। পাশাপাশি ‘তেরে জমিন পার’ ছবিটি তিনি পরিচালনাও করেছেন। সামনে পাঁচ হাজার কোটি টাকা বাজেটের বিগ প্রজেক্ট ‘মহাভারত’ পরিচালনারও কথা রয়েছে তার।

আমির খান বর্তমানে ব্যস্ত তার ‘ঠগস অব হিন্দুস্থান’ ছবির শুটিং নিয়ে। ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন বিজয় কৃষ্ণ আচার্য। পরিচালনাও করছেন তিনি। যেখানে আমির ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। ক্যাটরিনা ও ফাতিমা-দুজনের সঙ্গেই দ্বিতীয়বারের মতো স্ক্রিন শেয়ার করছেন আমির। এর আগে ২০১৩ সালে ‘ধুম থ্রি’ ছবিতে ক্যাটরিনার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। অন্যদিকে, ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে ফাতিমাকে দেখা গিয়েছিল আমিরের বড় মেয়ে গীতা ফোগাটের চরিত্রে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি