বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০১৮

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮ শত ৬৫ জন।

রবিবার (৬ মে) বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার কুমিল্লা বোর্ডের পাশের হার গতবারের চেয়ে বেড়েছে। গতবার এ বোর্ডে পাশের হার ছিল ৫৯ দশমিক ০৩ শতাংশ।
পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।

পূর্বাশানিউজ/৬ মে ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি