সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহে র‌্যালী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০১৮

স্টাফ রিপোর্টার:

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চান্দিনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ চান্দিনাস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ বোর্ডে কুমিল্লা উত্তর নির্বাহী প্রকৌশলী মো. সেলিম মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক অধ্যাপক হেদায়েত উল্লাহ, ডিজিএম (কারিগরি) ইউসুফ আলী, এজিএম (প্রশাসন) জানে আলেম, এজিএম (প্রকৌশল) নূরুল আমিন, এজিএম (অর্থ ও হিসাব) জয়নাল আবেদীন প্রমুখ। পরে সেরা কর্মকর্তা ও সেরা গ্রাহকদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি