শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে আরেকটি কমিটি গঠন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৮

 

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অধিকতর তদন্তের স্বার্থে আরেকটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদকে। কমিটির অন্য সদস্যরা হলেন-জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বজলুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার।

সোমবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুনভাবে আরেকটি কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। অধিকতর তদন্তের জন্য এটি করা হয়েছে।’

উল্লেখ্য,, গত বছরও একই কমিটি ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের বিষয়টি তদন্তের দায়িত্ব পায়। কিন্তু ওই কমিটি তাদের প্রতিবেদন দেয়নি। এক বছর পর আবার ওই কমিটিকে এ বছর অনুষ্ঠিত ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি