রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৮


ডেস্ক রিপোর্টঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। রংপুর পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দিয়ে শুরু হয়।ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সঙ্গে রয়েছেন দলের মনোনয়ন বোর্ড। রোববার সকাল ৯টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়।

আগামী ৮ই ডিসেম্বর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। সাক্ষাৎকার শেষে দিনাজপুর-১ (কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎকারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এরপর দলের সিনিয়র নেতারা প্রত্যেককে একে একে প্রশ্ন করেন। জানতে চান কেন আপনাকে নমিনেশন দেয়া হবে? নমিনেশন পেলে কি করবেন? জয়ী হতে পারবেন কি না? দল থেকে যাকে নমিনেশন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন কি না?

দিনাজপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরুল হক জানান, একটি আসনের যতো গুলো প্রার্থী রয়েছেন সবাইকে এক সাথে ডাকা হলেও একজন একজন করে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল আপনি আপনার সম্পর্কে এবং আপনার রাজনীতি সম্পর্কে বলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, কেনো মনোনয়ন নিতে চান। তৃতীয় প্রশ্ন ছিল, আপনি কনপিডেন্টলী বলতে পারবেন আপনি জিততে পারবেন এবং এলাকায় নিজের অবস্থান ও বিএনপির সার্বিক অবস্থা কি? চতুর্থ প্রশ্ন ছিল নমিনেশন একজনকে দেওয়া হবে, যাকেই দেওয়া হবে কাজ করবেন কিনা?

আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে বিএনপি ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চার হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। চার হাজার ২৩টি ফরম বেচার পর এত বেশি প্রার্থীকে আলাদা ডেকে কথা বলা সম্ভব নয় জানিয়ে সাক্ষাৎকার নেয়নি আওয়ামী লীগ। যারা ফরম পূরণ করেছেন তাদেরকে গণভবনে ডেকে নিয়ে কেবল নির্দেশনা দেয়া হয়েছে।

মনোনয়ন বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোর্ডে অন্যান্যদের মধ্য রয়েছেন. ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী ।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি