মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » উন্মুক্ত আসনগুলোর প্রার্থীরা নিজের শক্ত অবস্থানের কারণে প্রতিদ্বন্দ্বিতা করছে : বিপ্লব বডুয়া


উন্মুক্ত আসনগুলোর প্রার্থীরা নিজের শক্ত অবস্থানের কারণে প্রতিদ্বন্দ্বিতা করছে : বিপ্লব বডুয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা প্রধানমন্ত্রী বরাবরই বলে আসছেন। সেরকম নির্বাচনের জন্য কারো নিজের শক্তিশালী অবস্থানের কারণে জনপ্রিয়তার পরীক্ষা দিতে চাইলে সুনির্দিষ্ট কিছু ওপেন সিট রয়েছে। জোটগতভাবেই এ ধরনের কিছু আসন নির্ধারিত হয়েছে। সোমবার ‘ডিবিসি নিউজ’র টকশোতে তিনি আরো বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতিতে একটি সিটও গুরুত্বপূর্ণ। তাই উইনিং সিট নীতির ভিত্তিতেই আসন বণ্টন করা হয়েছে। ১৪ দলের পক্ষ থেকে মনোনয়নের মূল তালিকায় জোটগত রাজনৈতিক দলগুলোর কোন বিরোধ বা অসন্তোষ নেই। এরপরও যারা প্রত্যাহার করেননি তারা শেষ মুহূর্তে সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার করে নেবেন।

আওয়ামী লীগ নিজেদের জন্য ২৫৮টি আসন রেখে বাকি ৪২টি আসনে জোটের অন্যদেরকে মনোনয়ন দিয়েছে। ১৪ দলের শরিকদের ১৩টি, বিকল্পধারাকে ৩টি, জাতীয় পার্টি (জাপা)কে ২৬টি আসন দেয়ার পর আওয়ামী লীগের সঙ্গে জাতীয়পার্টি ১৩২টি আসনে এবং বিকল্পধারা ও যুক্তফ্রন্ট ২০টি এবং ১৪ দলীয় জোটের নিবন্ধিত দলগুলোর অন্তত ৫৭ জন প্রার্থী উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা জোটগতভাবে ৩০০ আসনে মনোনয়ন দিয়েছেন। এর বাইরে কারা কীভাবে ভোট করবে তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।

বিপ্লব বডুয়া বলেন, বিএনপির কোনো কোনো নেতার উস্কানিমূলক কথা শুনলে ২০১৩ সালের স্মৃতি মনে পড়ে। দূর্বৃত্তায়নের রাজনীতিকে বিএনপি সাংগঠনিকভাবে প্রমোট করেছে। দুর্নীতিবাজদের শুধু রাজনীতি করার সুযোগ দেয়ার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, নমিনেশনও দিয়েছে।

বিএনপি প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিপ্লব বডুয়া বলেন, নির্বাচন কমিশন ও বিচারকদেরকে তারা হুমকি দিচ্ছে। উস্কানি সৃষ্টি করে সহিংসতার দিকে নিয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। ২০১৩ সালের মতো নির্বাচন বয়কট করে সহিংসতার পথে যাচ্ছে এই আশংকা থেকেই যাচ্ছে।

সিপিডি একটি পলিটিক্যালি মটিভেটেড রিপোর্ট দিয়েছে উল্লেখ করে বিপ্লব বডুয়া বলেন, সমস্ত ব্যাংকের রেগুলার প্রসেস হচ্ছে ঋণ দেয়া। আর যারা ঋণ নিয়েছেন তারা এদেশে ইনভেস্ট করেছেন। তারা তো পালিয়ে যাননি। শিল্প কারখানা উনারা সৃষ্টি করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি