মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘জাতীয় নির্বাচন নিয়ে সুশীল সমাজের সংশয়’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুশীল সমাজের ব্যক্তিরা। তারা বলছেন, নির্বাচন দরজায় কড়া নাড়ছে কিন্তু জনমনে এখনো নানা প্রশ্ন রয়েছে। এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। সুশীল সমাগের নাগরিকার মনে করেন, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্দ্যোগ নিতে হবে সরকারকেই। তবে অব্যশই বিরোধীদের এগিয়ে আসতে হবে। প্রশাসনকে আস্থাশীল হতে হবে।

মঙ্গলবার ‘ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন?’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তারা এই সংশয় প্রকাশ করেন বক্তারা। সিজিএস আয়োজনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজে বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা কেউ কেউ বলেন, আমাদের দেশে জনগণ ভোট দেয় ঠিকি, তবে সেখানে গুরুত্ব পায় যারা ভোট কেন্দ্রে কাজে নিয়োজিত থাকে, পাহারায় থাকে। ফলে নির্বাচন কতুটুকু সুষ্ঠু হবে তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি