সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ বিপিএলে প্রথমবার অধিনায়ক হয়ে মাঠে নেমেছেন মিরাজ। টস জিতে নিয়েছেন ফিল্ডিং।

বিপিএলের শুরুটা ধুন্ধুমার হয়নি। টি-টুয়েন্টি ক্রিকেট বলতে দর্শকরা যেটা বোঝে সেই স্বাদটা উদ্বোধনী ম্যাচে সেটা পাননি। মিরপুরের মাঠে লো স্কোরিং ম্যাচে ৩ ছক্কা ও ১৬টি চার হয়েছে। সেই মাঠেই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন রাজশাহীর অধিনায়ক মিরাজ।

এবারের বিপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে জাতীয় দলের অধিনায়ক সাকিবকেই দেখা যাচ্ছে ঢাকার নেতৃত্বে।

একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে মাঠে নেমেছে ঢাকা। সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, ইয়ান বেল ও কিয়েরন পোলার্ডসহ আছেন সব তারারা। দেশি তারকাদের মধ্যে সাকিবের সঙ্গী রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও কাজী অনিক ও আফিফ হোসেন।

ঢাকা ডাইনামাইটস একাদশ : সাকিব আল হাসান, রনি তালুকদার, আন্দ্রে রাসেল, কিয়েরন পোলার্ড, সুনীল নারিন, শুভাগত হোম হযরতুল্লাহ জাঝাই, মিজানুর রহমান, নুরুল হাসান, রুবেল হোসেন, মোহর শেখ।

রাজশাহী কিংস একাদশ : মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, কায়েস আহমেদ, ক্রিস জোনকার, লরিয়ে ইভানস, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, আলাউদ্দীন বাবু, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি