রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হার দিয়ে বিপিএল শুরু রংপুরের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ কয়েকদিন আগেই জাতীয় নির্বাচনের মাঠে জয়লাভ করে সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। এরপরেই আবার চেনা রূপে নেমেছিলেন ক্রিকেট মাঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথম ম্যাচেই হার দেখলো মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

মাশরাফিকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে মুশফিকের দল চিটাগং ভাইকিংস।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ষষ্ঠ আসরের প্রথম ম্যাচটি ম্যাড়মেড়েভাবে শুরু হলেও শেষের দিকে দারুন রোমাঞ্চ জুগিয়েছে। লো স্কোরিংয়ের ম্যাচটি গড়িয়েছে একেবারে শেষ ওভার পর্যন্ত। যেখানে প্রথমে ব্যাট করা রংপুর নির্ধারিত ২০ ওভারে সাকুল্যে সংগ্রহ করেছিল মাত্র ৯৮ রান। এই রান তাড়া করতে নেমে নাভিশ্বাস উঠেছিল ভাইকিংসদেরও। ৩ উইকেট হাতে রেখে ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে তরী ভেড়ায় মুশফিকুর রহিমের দল।

তবে দলের হয়ে জ্বলে উঠতে পারেননি তারকা ব্যাটসম্যানরা। মোহাম্মদ শেহজাদ (২৭) ও মুশফিকুর রহিমের (২৫) তৃতীয় উইকেট জুটিতে ৩২ রান আসে। দলীয় ৬০ রানে পাঁচ উইকেট হারানোর পর চিটাগংয়ের কপালে চিন্তার ভাঁজ পড়লেও শেষ পর্যন্ত দলকে উদ্ধার করেন বল হাতে ছড়ি ঘোরানো ফ্রাইলিঙ্ক (১২*)। নাঈম হাসানও করেন ১০ রান। রাইডার্সের হয়ে বল হাতে মাশরাফি ২টি উইকেট নেন। এছাড়া শফিউল, অপু, হলওয়েল ও ফরহাদ রেজা একটি করে উইকেট শিকার করেন।

এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। ব্যাট হাতে ৪৭ বলে ৪৪ রান করে দলের একমাত্র সফল ব্যাটসম্যান রবি বোপারা। বল হাতে রংপুরের ইনিংসে ধস নামানোয় বড় ভূমিকা রেখেছেন চিটাগাং ভাইকিংসের ফ্রাইলিঙ্ক। মাত্র ১৪ রানেই ৪ উইকেট ঝুলিতে পুরেছেন এই পেসার।

রংপুরের হয়ে মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোতে পারেন।

রবি বোপারা ৪৪ এবং সোহাগ গাজী ২১। এছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। অ্যালেক্স হেলস, রাইলি রুশো ও হলওয়েলরা নামের প্রতি সুবিচার করতে পারেননি।

আজকের এই ম্যাচ দিয়ে পাঁচ বছর পর বিপিএল খেলতে নামছেন মোহাম্মদ আশরাফুল। নতুন করে শুরুটা জয় দিয়ে করলেও ব্যাটে নেমে তিন রানেই ফিরে যান আশরাফুল। বল হাতে ৪ উইকেট এবং ব্যাট হাতে দল জেতানো ১২ রানের সুবাদে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিঙ্ক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি