বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জামায়াতের সাথে বিএনপির থাকা উচিত নয় : মাহবুবুর রহমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান মনে করেন, বিএনপির মতো একটি বড় এবং জনপ্রিয় দলের জামায়াতে ইসলামীর সাথে থাকা উচিত নয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। বিএনপির জনপ্রিয়তা আছে। বিএনপি অনেক বছর দেশ শাসন করেছে। আর জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি দল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে। এই দলের নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হয়েছে এবং আরো অনেকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন। কেউ কেউ পালিয়ে আছে। এ রকম একটি দলের সাথে বিএনপির থাকা উচিত নয়। তিনি আরো বলেন, আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নীতি নির্ধারণ করি না। তাই ব্যক্তিগতভাবে মনে করি, বিএনপির জামায়াতের সাথে থাকা ঠিক হচ্ছে না। জামায়াতের সাথে বিএনপির জোট করাটা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। এমনকি বিএনপির সমর্থকরাও এটা মেনে নিতে পারছে না।

জামায়াতের সাথে জোট করে বিএনপির কোনো লাভ হচ্ছে না বরং লোকসানে পড়েছে। বিএনপির রাজনীতি প্রশ্নের মুখে পড়েছে এবং দিন দিন হুমকির মুখে চলে যাচ্ছে। তাই বিএনপির উচিত হবে, খুব দ্রুত জামায়াতকে ছেড়ে দেয়া। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙন ধরেছে কিনা এ বিষয়টি এখনো দৃশ্যমান নয়। তবে কিছু কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে।

এমনটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার ভিত্তি আছে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপে জামায়াতকে ত্যাগ করেই বিএনপির অংশ নেয়া উচিত বলে আমি মনে করি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি