শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতি চালু করে সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রোববার (২৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি বলেন, বিভাগীয় শহরে বড় পরিসরে হাসপাতাল গড়ে তোলা হবে।

বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সেবার মান বাড়াতে হবে। চিকিৎসকরা উপস্থিত না থাকলে ওএসডি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে। সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করে রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় শ্রেণির চাকরির মর্যাদা পেয়ে নার্সরা রোগীর সেবা করবে না সেটা হবে না। শুধু ওষুধ খাওয়ানোর জন্য তাদের নার্স করা হয়নি। যারা রোগীর সেবা করবে না তাদের এই পেশায় আসার দরকার নাই। নার্সরা রোগীর সেবা না করলে চাকরি থেকে অব্যাহতি নিন।

তিনি আরো বলেন, সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছে আমার সরকার। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কমিউনিটি মেডিকেল স্থাপন করে দিয়েছি। সারা বাংলাদেশে চিকিৎসক দরকার অনেক, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি এবং নিব।

প্রধানমন্ত্রী বলেন, জেলায় জেলায় সার্ভে করতে হবে, হাসপাতালে ডাক্তার থাকে না কেন? যারা সেবা দেবেন না তাদের ওএসডি করে রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর। চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে৷ তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের৷

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে যান তিনি।

প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছালে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক তাকে স্বাগত জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি