শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুবাই‌‍‍ থেকে ওমান রোডে বাস চলাচল সহজ হয়েছে।


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রোডে বাসে করে সালতানাত অব ওমানে যাওয়াটা আগের চেয়ে অধিকতর সহজ করা হয়েছে। এখন দুবাই হতে ওমানের রাজধানী মাসকাটে যেতে বাস ভাড়া দিতে হবে মাত্র ৫৫ দিরহাম (বাংলাদেশি টাকায় ১৩০০ মাত্র)।

আর আসা-যাওয়া বাবদ ডবল টিকেটের জন্য ৯৫ দিরহাম (বাংলাদেশি টাকায় ২২০০ মাত্র) দিতে হবে।

সোমবার দুবাইয়ের রোডস এ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি ও ওমান ন্যাশানাল ট্রান্সপোর্ট অথরিটির মাঝে স্বাক্ষরিত যুক্তি মোতাবেক এ দুই প্রতিবেশী শহরের মাঝে যোগাযোগ আরো সহজ করা হয়েছে। এখন থেকে দুবাই হতে দিনে তিনবার বাস ওমানের উদ্দেশে ছেড়ে যাবে।

প্রতিদিন দুবাইয়ের আবু হেইল বাস স্টেশন হতে সকাল সাড়ে ৭টা, বিকাল সাড়ে ৩টা ও রাত ১১টায়, দুবাই এয়ারপোর্ট টার্মিনাল-২ হতে সকাল ৭.৪৫টা, বিকাল ৩.৪৫টা ও রাত ১১.১৫টায় এবং রাসিদিয়া বাসস্টেশন হতে সকাল ৮টা, বিকাল ৪টা ও রাত ১১.৪০টায় ওমানের উদ্দেশে ছেড়ে যাবে।

ওমানের সঙ্গে আমিরাত তথা দুবাইয়ের বাস সার্ভিস সহজ হওয়াতে দু’দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দু’দেশের কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি