শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


একটি মাত্র পা, তা দিয়েই এস এস সি পরীক্ষা দিচ্ছে তামান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

পা দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না নূরা। ইতিমধ্যে তিনটি পরীক্ষা সম্পন্ন করেছে সে।

জন্ম থেকেই দুটি হাত ও একটি পা নেই তামান্নার। অন্য শিক্ষার্থীর মত সে হেঁটে-চলে বেড়াতে পারে না। শারীরিক প্রতিবন্ধী তামান্নার একটি পা-ই সম্বল। আর সেই পা দিয়ে লিখে ইতিমধ্যে পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী তামান্না নুরা এসএসসি পরীক্ষাতেও ভাল ফল করবে বলে আশা করছে।

২০০৩ সালের ১২ ডিসেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউপির আলিপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভিনের ঘরে জন্ম গ্রহণ করে তামান্ন। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। তামান্নাকে নিয়ে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে বাবা-মায়ের।

মায়ের কাছে প্রথমে অক্ষর জ্ঞান নিতে থাকে তামান্না। পরে বাসা সংলগ্ন শিশু শিক্ষা প্রতিষ্ঠান আজমাইন এডাস স্কুলের নার্সারি শ্রেণিতে তাকে ভর্তি করা হয়। ক্লাসে তামান্নাকে বসিয়ে বাইরে অবস্থান করতেন খাদিজা। তার শ্রবনশক্তি ও মুখস্থ শক্তি খুব ভাল ছিল। সে অক্ষর লেখা শুরু করে পায়ের আঙ্গুলের ফাঁকে চক ধরে। তারপর কলম ধরে লেখা আয়ত্ব করে সে। বইয়ের পৃষ্ঠা উল্টানো, আঙ্গুলের ফাঁকে চিরুনি, চামচ দিয়ে খাওয়া, চুল আঁচড়ানো সহজে আয়ত্ব করে তামান্না। ধীরে ধীরে নিজের ব্যবহৃত হুইল চেয়ারটি এক পা দিয়ে চালানোর দক্ষতা অর্জন করে সে। নিজ বিদ্যালয়ে কেজি, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেনিতে ফলাফলে মেধা তালিকার পাশাপাশি এডাস বৃত্তি পরীক্ষায় প্রতিবার সে বৃত্তি পেয়েছে। ২০১৩ সালে আজমাইন এডাস স্কুল থেকে পিইসি ও ২০১৬ সালে বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে তামান্না। চলতি বছরে সে বাঁকড়া ডিগ্রি কলেজে কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

শনিবার বাঁকড়া ডিগ্রি কলেজে কেন্দ্রে তামান্নাকে নিয়ে তার পিতা রওশন আলী হুইল চেয়ারে করে তিনতলায় যান। সেখানে গিয়ে তামান্নার সিট খুঁজে পাওয়া যায়নি। তাকে আবার দ্বিতীয় তলায় এনে ২০৯ নং কক্ষে বসতে দেয়ার হয়। তার বসার জায়গার ব্যবস্থাও করেনি কর্তৃপক্ষ। পরে একটি চৌকি এনে তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে তামান্নার পিতা রওশন আলী বলেন, ‘আমি কেন্দ্র সচিবের কাছে অনুরোধ করেছিলাম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিচের তলায় পরীক্ষার ব্যবস্থা করতে কিন্ত সেটা হয়নি। হুইল চেয়ারে করে মেয়েকে নিয়ে উঠতে অনেক সমস্যা ও কষ্ট হয়।’ তিনি তামান্নার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি