সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইনে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা,উপস্থিত বক্তৃতা এবং হামদ-নাত প্রতিযোগিতা এবং কাটা হয় ৯৯ পাউন্ড এর একটি বিশাল কেক।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কুমিল্লা ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯-তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন jকুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি